Saturday, November 28, 2020

হযরত ঈসা (আ.)এর শৈশবের বাড়ি আবিষ্কার

ফাতেহ ডেস্ক:

প্রত্নতাত্ত্বিকেরা ঘোষণা করেছেন যে, তারা এমন একটি বাড়ির সন্ধান পেয়েছেন যেখানে হযরত ঈসা (আ.) তাঁর শৈশব কাটিয়েছেন।

এই বাড়িটি ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় নাসেরাহ এলাকায় অবস্থিত। বেথলেহম এবং জেরুজালেমের পর এটি তৃতীয় শহর সেখানে হযরত ঈসা (আ.) তাঁর জীবন অতিবাহিত করেছেন। বাইবেলের ভাষ্য অনুযায়ী, হযরত ঈসা (আ.)এর শৈশব এবং কৈশোরকাল এসকল শহরে অতিবাহিত করেন।

১৮৮০ দশকে বাড়িটি প্রথম নাসেরাইট খ্রিস্টান নানদের দ্বারা আবিষ্কার করা হয়েছিল এবং ১৯৩০ দশকে বাইবেলের পণ্ডিত ভিক্টর গেরিন বলেন: নাসেরাহ শহরে ১৮৮৮ সালেও গবেষণার জন্য খননকাজ অব্যাহত ছিল। সেই সময়, নানরা হযরত ঈসা (আ.)এর সেখানে বসবাস করার কোন প্রমাণ খুঁজে পায়নি, তবে এখন একজন প্রত্নতাত্ত্বিক নিশ্চিত হয়েছেন যে. এটিই হযরত ঈসা (আ.)এর বাড়ি।

লন্ডনের ইউনিভার্সিটি অব রিডিংয়ের প্রফেসর “কেন ডার্ক” ২০০৬ সালে প্রথম এই অঞ্চলের অন্বেষণ শুরু করেন এবং ২০১৫ সালে তিনি নিশ্চিত হন যে, এই বাড়িটিতেই হযরত ঈসা (আ.) তাঁর শৈশবকাল কাটিয়েছেন। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানীদের প্রমাণ করতে দিয়েছেন যে এই বাড়িটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নির্মিত হয়েছিল।

অধ্যাপক ডার্ক বিশ্বাস করেন যে, সংগৃহীত তথ্য ও প্রমাণ দ্বার এটাই বিদ্যমান যে তার অনুমান সঠিক হয়েছে।

বাইবেলে এমনকি তাঁর অনুমানের বৈধতার প্রমাণ রয়েছে। এই প্রত্নতাত্ত্বিকের মতে, বাড়িটি দক্ষ ও পেশাদার রাজমিস্ত্রি দ্বারা নির্মাণ করা হয়েছে।

The post হযরত ঈসা (আ.)এর শৈশবের বাড়ি আবিষ্কার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%af%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%88%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%86-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%86/

No comments:

Post a Comment