Wednesday, November 25, 2020

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন আমিরাত ও ইজরাইলের রাষ্ট্রপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক:

২০২১ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান ও দখলদার ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নোবেল জয়ী ডেভিড ট্রিম্বল মঙ্গলবার নোবেল পুরস্কারের জন্য তাদের নাম নোবেল কমিটির কাছে জমা দিয়েছেন। ইজরাইলের প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিত এ তথ্য জানানো হয়েছে। খবর খালিজ টাইমস।

ডেভিড ট্রিম্বল উত্তর আয়ারল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী ও ১৯৯৮ সালে, উত্তর আয়ারল্যান্ডের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে গুড ফ্রাইডে চুক্তির জন্য ট্রিম্বল ও জন হিউম নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। নোবেল জয়ী হিসেবে ট্রিম্বল কাউকে নোবেল পুরস্কার প্রদানের জন্য যে কারোর নাম প্রস্তাব করার অধিকার রাখেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

The post নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন আমিরাত ও ইজরাইলের রাষ্ট্রপ্রধান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a6%a8/

No comments:

Post a Comment