Thursday, November 26, 2020

পশ্চিমবঙ্গের জনজীবন বিপর্যস্ত

ফাতেহ ডেস্ক:

ভারতে দেশটির বাম দল এবং কংগ্রেস ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ভারত বন্‌ধে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ব্যাপক প্রভাব পড়েছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে। রাজ্যের রাজধানী কলকাতাসহ জেলায় জেলায় পথ অবরোধ এবং রেললাইন অবরোধের ফলে পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে গেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভারত বন্‌ধের কারণে রাজ্যের সরকারি ও বেসরকারি বাস চলাচল খুবই সীমিত হয়ে গেছে। কিছু কিছু এলাকায় অটো চললেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। একই চিত্র গোটা বাংলায়।

এদিকে, পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় অফিস-আদালতে উপস্থিতির হার খুবই কম। রাজ্য কর্তৃপক্ষ দেড় হাজার সরকারি এবং ৪ হাজার বাড়তি বেসরকারি বাস রাস্তায় নামানো ঘোষণা দিলেও বাস্তবে তা দেখা যায়নি।

অন্যদিকে, রাস্তায় বাস না থাকলেও ছিল প্রচুর সংখ্যক পুলিশ। বেশ কিছু জায়গায় বন্‌ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, আগামী নির্বাচনের আগে এই ধর্মঘট সফল করাটা বাম কংগ্রেসের কাছে ছিল একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জর মোকাবেলায় তারা যে আংশিক হলেও সফল হয়েছে, শহরের রাস্তাঘাটই তার প্রমাণ।

জানা গেছে, শ্রমিকবিরোধী নীতির প্রতিবাদে ১০টি ট্রেড ইউনিয়নের ডাকে ভারতজুড়ে এই সাধারণ ধর্মঘট চলছে। এতে সমর্থন দিয়েছে বাম-কংগ্রেসও। পশ্চিমবঙ্গেও বন্‌ধ সফল করতে মরিয়া ধর্মঘটকারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসনও।

The post পশ্চিমবঙ্গের জনজীবন বিপর্যস্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b0/

No comments:

Post a Comment