Monday, November 30, 2020

বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষক বরখাস্ত

ফাতেহ ডেস্ক:

অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যহতি পাওয়া ওই শিক্ষকরা হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নুসরাত ফারাহ এবং একই বিভাগের মোহাম্মদ শরীফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মবহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন তারা।

এ ছাড়া সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রি অর্জনের আগে ডক্টর ব্যবহার করা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার সাহাকে হাইকোর্টের আদেশ সাপেক্ষে চাকরিতে বহাল রাখা হয়েছে।

The post বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষক বরখাস্ত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf/

No comments:

Post a Comment