Wednesday, November 25, 2020

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী রহিমুল্লাহ আর নেই

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব , ফেনী জেলা হেফাজতের সিনিয়র সহ-সভাপতি, ফেনী লালপোল সোলতানিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা মুফতী রহীমুল্লাহ কাসেমী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১১:৫০ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্তিকালের সময় মুফতী রহিমুল্লাহর বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা সন্তান রেখে যান।

নামাযে জানাযা আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে মরহুম মুফতী রহিমুল্লাহর প্রতিষ্ঠিত ফেনীর সোনাগাজী উপজেলাস্থ ধলিয়া গুনক মঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুফতী রহিমুল্লাহ গতকাল হাতিয়া সফররত অবস্থায় ঠাণ্ডাজণিত রোগে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট অনুভব করেন। অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল রাজধানী ঢাকার বনশ্রী ইয়ামাগাত ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকলে আজ তাঁকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেই তিনি রাতে ইন্তিকাল করেন।

The post হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী রহিমুল্লাহ আর নেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment