Tuesday, June 29, 2021

মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখ পৃথক রাষ্ট্র, আটক টুইটার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার টুইটার তাদের ওয়েবসাইটে ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসেবে দেখানোর ঘটনায় দেশটিতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে মঙ্গলবার আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, মানচিত্রকে বিকৃতভাবে উপস্থাপনের ফলে যে বিতর্ক তৈরী হয়েছে, সে জন্য তাকে আটক করা হয়েছে। বজরং দলের এক নেতা ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।

ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এর পরই আটক করা হলো তাকে।

টুইটারের ওয়েবসাইটের ‘টুইপ লাইফ’ বিভাগে প্রদর্শিত মানচিত্রটিতে জম্মু-কাশ্মির এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছিল।

বিজেপি নেতা পি মুরালিধর রাও এ বিষয়ে একটি টুইট করে বলেছেন, ভারতীয় স্বার্থ ও সংবেদনশীলতার প্রতি পক্ষপাতদুষ্টতা সম্পর্কে গত কয়েকমাসে টুইটার তার কার্যক্রম দ্বারা ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। টুইটারকে ভারতে থাকতে হলে অবশ্যই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

সূত্র : এনডিটিভি

The post মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখ পৃথক রাষ্ট্র, আটক টুইটার প্রধান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0/

No comments:

Post a Comment