Monday, June 21, 2021

ইউপি নির্বাচন: চরফ্যাশনে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ফাতেহ ডেস্ক:

ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কেন্দ্রে এ সহিংসতার ঘটনা ঘটে।

শর্ষীভূষণ থানা ওসি লতিকুল ইসলাম জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ডের ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ দুই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মনির নামে এক যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।।

The post ইউপি নির্বাচন: চরফ্যাশনে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87/

No comments:

Post a Comment