Tuesday, June 29, 2021

ব্রাদারহুড নেতাদের মৃত্যুদণ্ড মওকুফ করছেন না সিসি

আন্তর্জাতিক ডেস্ক:

মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি দেশটির প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১‌২ নেতার বিরুদ্ধে মিসরীয় সুপ্রিম কোর্টের মৃত্যুদণ্ডের আদেশ মওকুফ করছেন না। গত ১৪ জুন সুপ্রিম কোর্টের কোর্ট অব কেসেইশনের দেয়া এই আদেশ রদ করতে নির্ধারিত দুই সপ্তাহের মেয়াদে মঙ্গলবার পর্যন্ত কোনো নির্বাহী আদেশ জারি করেননি তিনি।

এর ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাদারহুড নেতাদের দণ্ড কার্যকরের শঙ্কা দেখা দিয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ব্রাদারহুড সংশ্লিষ্ট আলেম আবদুর রহমান আল-বার, সাফওয়াত হেজাজি, মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) সেক্রেটারি মোহাম্মদ আল-বেলতাজি ও এফজেপি দলীয় সাবেক যুবমন্ত্রী ওসামা ইয়াসিন রয়েছেন।

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পরিপ্রেক্ষিতে তাকে পুনর্বহাল করার আন্দোলনের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মামলায় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় তাদের বিরুদ্ধে ‘জনগণ ও পুলিশকে আক্রমণ করার জন্য অপরাধী চক্রকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম সরবরাহের’ অভিযোগ আনা হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

The post ব্রাদারহুড নেতাদের মৃত্যুদণ্ড মওকুফ করছেন না সিসি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a1-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment