Monday, June 28, 2021

এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়: বিস্ফোরক অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেছে বিস্ফোরক অধিদপ্তর।

সোমবার সকালে অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যায়।

পরে সাংবাদিকদের বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক জানান, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে। বিভিন্ন ধরনের গ্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এছড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।

The post এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়: বিস্ফোরক অধিদপ্তর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3/

No comments:

Post a Comment