Monday, June 21, 2021

মিয়ানমারের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

ফাতেহ ডেস্ক :

মিয়ানমারে ষষ্ঠ দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নতুন ঘোষিত নিষেধাজ্ঞাগুলো ‘সেনাবাহিনী কর্তৃক বৈধভাবে গঠিত’ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (এসএসি) তথা সামরিক প্রশাসনের অর্থনৈতিক স্বার্থকে খর্ব করবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

নতুন এই নিষেধাজ্ঞা মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন দুই প্রতিষ্ঠান টিম্বার এন্টারপ্রাইজ ও মিয়ানমার পার্ল এন্টারপ্রাইজের ওপর আরোপ করা হবে। প্রতিষ্ঠান দুটোর যুক্তরাজ্যে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এই দুই প্রতিষ্ঠান থেকে মিয়ানমারের সামরিক শাসক লাখ লাখ রাজস্ব আয় করে।

যুক্তরাজ্য সামরিক অভ্যুত্থনের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক জান্তা শাসককে যে কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে না নতুন এই নিষেধাজ্ঞা সে ব্যাপারেই পরিস্কার বার্তা দিল।

এর আগে সেনা অভ্যুত্থানে যুক্ত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্রিটিশ কোম্পানিগুলো আর ব্যবসা করবে না বলেও জানিয়েছিল দেশটি।

The post মিয়ানমারের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/

No comments:

Post a Comment