Sunday, June 20, 2021

যে কারণে বাবা-মা-বোনকে হত্যা করেন মেহজাবিন

ফাতেহ ডেস্ক:

রাজধানীর কদমতলীতে বাবা-মা-বোনকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর শ্বাসরোধ করে হত্যা করে মেহজাবিন। অবৈধ কাজে বাধ্য করার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

তিনজনকে হত্যার ঘটনায় আটক মেহজাবিন ইসলাম মুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন বলে জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

রোববার (২০ জুন) তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।

এরআগে এদিনে সকালে মেহজাবিন ইসলাম মুনের নামে মামলা করা হয় এবং তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায় রাজধানীর কদমতলী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া মেহজাবিন নিহত দম্পতির বড় মেয়ে।

শনিবার (১৯ জুন) রাজধানীর কদমতলীর মুরাদপুরের একটি বাসা থেকে বাবা-মা ও বোনসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

একই সাথে ওই বাসা থেকে তাদের জামাই শফিকুল ইসলাম অরণ্য ও তার মেয়ে মারজান তাবাসসুম তৃপ্তি নামে ৪ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, শনিবার (১৯ জুন) রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মেহজাবিনের মা মৌসুমী ইসলাম (৪০), বাবা মাসুদ রানা (৫০) ও বোন জান্নাতুল (২০)।
ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যার পর স্বামী ও কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন মেহজাবিন ইসলাম মুন।

The post যে কারণে বাবা-মা-বোনকে হত্যা করেন মেহজাবিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/

No comments:

Post a Comment