ফাতেহ ডেস্ক :
হঠাৎ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার আশেপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে দেশের বিভিন্ন জেলার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে রাজধানীর যোগাযোগ। ২২ জুন সকাল থেকে ৩০ জুন পর্যন্ত এই লকাডাউন কার্যকর থাকবে। ফলে এই সময়ের জন্য বিচ্ছিন্ন থাকবে ঢাকাও।
যেসব জেলায় লকডাউন চলছে, সেগুলো হল- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।
এই লকডাউনের ফলে মঙ্গলবার সকালে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুরসহ কোনও গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়নি।
সদরঘাট টার্মিনাল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সদরঘাট থেকে কোনও লঞ্চ ছাড়বে না।
The post সদরঘাট টার্মিনাল থেকে কোনো ধরনের লঞ্চ ছাড়েনি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b/
No comments:
Post a Comment