আন্তর্জাতিক ডেস্ক:
প্রথম বিদেশ সফরে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন ইজরাইলের নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। গত বছর আমিরাতের সঙ্গে ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম দেশটির কোনো মন্ত্রী আমিরাত সফর করছেন।
বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবারের এক প্রতিবেদনে লাপিদের আমিরাত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া লাপিদ টুইটারে তার আমিরাতে অবতরণের একটি ছবি পোস্ট করেছেন। তিনি তার এই সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন।
ইজরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দিনের সফরে আবু ধাবিতে ইইজরাইলের দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট অফিস উদ্বোধন করবেন লাপিদ। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করবেন তিনি।
লাপিদকে বহনকারী বিমান সৌদির আকাশসীমা ব্যবহার করেছে। রিয়াদ এখনো ইজরাইলের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন না করলেও গত বছর দেশটি ইজরাইল-আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়।
The post আমিরাতে প্রথম সফরে গেলেন ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8/
No comments:
Post a Comment