আন্তর্জাতিক ডেস্ক:
তালেবান আবার ক্ষমতায় গেলে তাদের সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে যুক্তরাজ্য সরকার তাদের সঙ্গে কাজ করবে। খবর রয়টার্সের।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী অবশ্য এও বলেছেন, যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তবে এ সম্পর্ক পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার।
সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।
The post তালেবান ক্ষমতায় গেলে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b8/
No comments:
Post a Comment