আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে শরিয়াহ আদালত স্থাপন করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত আমিরুল হিন্দ আল্লামা আরশাদ মাদানি।
আমিরুল হিন্দ নিযুক্ত হওয়ার পর এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, আজ মুসলিম সম্প্রদায়কে অবনমিত করার পায়তারা করছে একটি দল ও গোষ্ঠী। আজ ইসলামি সমাজের উন্নতির জন্য একটি আন্দোলনের প্রয়োজন রয়েছে। ভিন্ন চোখে ভিন্ন আকারে কাজ শুরু করতে হবে। ভারতে শরিয়াহ আদালত স্থাপনে জোরদার কাজ করতে হবে।
এর আগে ৩ জুলাই এক সমাবেশে হযরত মাওলানা মাহমুদ মাদানীর প্রস্তাবে হযরত মাওলানা নেমাতুল্লাহ আজমী, দারুল উলূম দেওবন্দ, হযরত মাওলানা আবদুল আলম ফারুকী, মাওলানা আহমেদ দেওলা, জমিয়তে ওলামা গুজরাতের সহ-সভাপতি হযরত মাওলানা সৈয়দ আশহাদ রশিদী, হযরত মাওলানা বদর আহমদ মুজিবী, খানকাহ মুজিবিয়া পাটনা বিহার, হযরত মাওলানা ইয়াহইয়া বাসকান্দি আমির শরীয়ত আসাম, হযরত মাওলানা বদরুদ্দীন আজমল সভাপতি জমিয়তে ওলামা আসামসহ আরো অনেক আলেমের সম্মতিতে আল্লামা আরশাদ মাদানিকে আমিরুল হিন্দ নির্বাচিত করা হয়।
১৯৮৬ সালে ভারতে ইমারাতে শরয়িয়্যা প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শরিয়াহ আদালত প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করছে। ইসলাম ও মুসলিমদের অধিকারের পক্ষে কথা বলে।
সূত্র: আসলে হাজির
The post ভারতে শরিয়াহ আদালত স্থাপনের আহ্বান আমিরুল হিন্দের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be/
No comments:
Post a Comment