Tuesday, July 6, 2021

তালেবানদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক:

তালেবানদের সঙ্গে আলোচনায় বসতে সরকার সবসময়ই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব। খবর রয়টার্সের।

তিনি বলেন, তালেবানের ভয়ে পালিয়ে যাওয়া প্রায় ২৩শ’ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। তারা এরই মধ্যে আবারও প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেছেন। তালেবানকে বলতে চাই, বিদেশি সেনারা চলে গেছেন দেখে যুদ্ধ ঘোষণার কিছু নেই। তাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানে সরকার সবসময়ই প্রস্তুত রয়েছে।

এদিকে, কোনো ধরনের পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই সম্প্রতি মার্কিন সেনারা রাতের অন্ধকারে পারওয়ান প্রদেশের বাগ্রামে অবস্থিত তাদের প্রধান বিমান ঘাঁটিটি ত্যাগ করে বলে জানিয়েছে ঘাটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান আফগান কমান্ডার। মার্কিন সেনারা ওই ঘাটি ত্যাগ করার পর থেকেই সেখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

The post তালেবানদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/

No comments:

Post a Comment