Saturday, July 3, 2021

ইজরাইল-ফিলিস্তিন সংলাপকে অগ্রাধিকার দিচ্ছে সৌদি: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইজরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ শুরুর বিষয়টি সৌদির কাছে অগ্রাধিকার পাচ্ছে। কারণ, যতদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। খবর আল-জাজিরার।

সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে- এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যতদিন কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ।

দ্বিপক্ষীয় এ সংলাপকে ইতিবাচক আখ্যায়িত করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় তিক্ততার অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

The post ইজরাইল-ফিলিস্তিন সংলাপকে অগ্রাধিকার দিচ্ছে সৌদি: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment