আন্তর্জাতিক ডেস্ক:
ক্রমাগত বন্দুক সহিংসতা মোকাবিলায় দুর্যোগকালীন জরুরি আদেশ ঘোষণা করতে যাচ্ছে নিউইয়র্ক।
প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের কোনও অঙ্গরাজ্য এ ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। অঙ্গরাজ্যটিতে ক্রমবর্ধমান সহিংসতা রোধে রাজ্যের মেয়র আন্দ্রেও কুমো এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে এরইমধ্যে সই করেছেন।
স্বাধীনতা দিবসের তিনদিনের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় দুইশ’ বন্দুক সহিংতার ঘটনা ঘটেছে। এরমধ্যে নিউইয়র্কেই ৫১ টি বন্দুক হামলা হয়েছে। নিউইয়র্কে জরুরি অবস্থা বাস্তবায়নে ১৩ কোটি ৮০ লাখ ডলারের বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছরের মার্চ মাসে নিউইয়র্কে সহিংসতা ২৫ শতাংশ বেড়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগই বন্দুক সহিংসতা। গতমাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সংহিংসতা রোধে হোয়াইট হাউজের একটি কৌশল উন্মুক্ত করেছিলেন যেখানে দুর্বৃত্ত, বন্দুক ব্যবসায়ী ও আগ্নেয়াস্ত্র পাচারকে নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে।
The post বন্দুক হামলা ঠেকাতে দুর্যোগকালীন জরুরি আদেশ ঘোষণা নিউইয়র্কের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d/
No comments:
Post a Comment