Tuesday, January 4, 2022

আর কারো সঙ্গে প্রেম করবে না জাপা

ফাতেহ ডেস্ক:

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা আগামীতে কারো সাথে প্রেম করব না, ৩০০ আসনেই মনোনয়ন দেব। সব জায়গায় জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হবে।’

মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরে জাতীয় পার্টির সমাবেশে যোগ দেওয়ার পথে ত্রিশালে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি বেকারের চাকরির ব্যবস্থা কীভাবে করা যায় সেটা নিয়ে ভাবছি। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর চেষ্টা করছি।

ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোওয়ার তপন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মুহিত, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শরিফ উদ্দিন, মালেক চান দেওয়ান প্রমুখ।

 

The post আর কারো সঙ্গে প্রেম করবে না জাপা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8/

No comments:

Post a Comment