ফাতেহ ডেস্ক:
মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় শুভেচ্ছাসহ এই আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার পেজে পোস্ট করা বার্তায় বলা হয়, মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশের জনগণ। মিয়ানমারের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করছে বাংলাদেশ।
এতে বলা হয়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণ মিয়ানমারের জনগণের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে অটল রয়েছে। এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ।
বার্তায় বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের তাদের জন্মস্থান রাখাইনে দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
The post মিয়ানমারের স্বাধীনতা দিবসে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান ঢাকার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac/
No comments:
Post a Comment