Sunday, January 9, 2022

২০২১ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ২২১৪ জনের

ফাতেহ ডেস্ক:

সদ্য বিদায়ী ২০২১ সালে দেশে ৫৩৭১টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬২৮৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২০৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২২১৪ জন। এদের মধ্যে ৭৪.৩৯ শতাংশ ১৪ থেকে ৪৫ বছর বয়সী।

২০২১ সালের সড়ক দুর্ঘটনার এসব তথ্য উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ১৬.১৪ শতাংশ, প্রাণহানি বেড়েছে ৫৪.৮১ শতাংশ। আর ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৫০.৪৭ শতাংশ, প্রাণহানি বেড়েছে ৫১.৩৩ শতাংশ।

মোটরসাইকেল দুর্ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ৭৪.৩৯ শতাংশ ১৪ থেকে ৪৫ বছর বয়সী।

The post ২০২১ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ২২১৪ জনের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/

No comments:

Post a Comment