Sunday, January 9, 2022

মুসলিমদের সঙ্গে সব লেনদেন বয়কটের শপথ হিন্দুদের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ছত্তিশগড়ের সুরগুজা জেলার একটি গ্রামে মুসলিমদের সঙ্গে সব ধরনের লেনদেন বয়কট করতে শপথবাক্য পাঠ করানো হয়েছে। গত বুধবার নেওয়া বিতর্কিত ওই শপথের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ শপথে বলা হয়, ‘আমরা হিন্দুরা মুসলিম দোকানদারের কাছ থেকে কোনো কিছু কিনব না। তাদের কাছে আমাদের জমি বিক্রি অথবা ভাড়া দেব না। পারিশ্রমিকের বিনিময়েও আমরা তাদের শ্রমিক হিসেবে কাজ করব না।’ খবর এনডিটিভির।

ভিডিওতে কুন্দিকালা গ্রামবাসীকে শপথ নিতে দেখা গেলেও কারা শপথ পড়াচ্ছিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, স্থানীয় ছত্তিশগড়ি ভাষার বদলে হিন্দিতে শপথবাক্য পাঠ করানো হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, যে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিল, তাকে চিহ্নিত করা গেছে। কোনো ধর্মীয় কিংবা রাজনৈতিক দলের সঙ্গে তার যোগসাজশ পাওয়া যায়নি। পুরো ঘটনায় বিজেপি অথবা আরএসএসের কোনো কর্মীকে দেখা না যাওয়ায় ঘটনাটিকে সাম্প্রদায়িক কোনো ছকেও ফেলা যাচ্ছে না।

 

The post মুসলিমদের সঙ্গে সব লেনদেন বয়কটের শপথ হিন্দুদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87/

No comments:

Post a Comment