ফাতেহ ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে মামলা হলে পুলিশ রিপন সিকদার (২১) নামে যুবককে গ্রেপ্তার করেছে।
গত শনিবার উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
সূত্র জানায়, ইটবাড়িয়া এলাকায় পিতার দোকান থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রতিবন্ধী কিশোরী বাড়ি ফিরছিল। পথে কিশোরীকে ধরে নেয়া হয় স্থানীয় মতি হাওলাদারের গোয়াল ঘরে।
সেখানে কিশোরীকে রিপন সিকদার ও তার মামা হাসান হাওলাদার ধর্ষণ করে বলে অভিযোগ মিলেছে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। রাতেই রিপন ও তার মামা হাসানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, ধর্ষণের অভিযোগে আসামি রিপনকে আটক করা হয়েছে। শনিববার রাতে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রিপন এলাকাটির আবদুর রহমান সিকদারের ছেলে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
-এ
The post পটুয়াখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%95/
No comments:
Post a Comment