Sunday, March 1, 2020

তিন জেনারেলসহ ২১০০ সিরিয়ান সৈন্য নিহত !

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ড্রোন হামলায় বাশার বাহিনীর তিন জেনারেল নিহত হওয়ার কথা স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।

খবরে বলা হয়, শনিবার সিরিয়ার জাওয়া এলাকায় তুর্কি ড্রোন হামলায় ব্রিগিডিয়ার জেনারেল বুরহান, ইসমাইল আলী ও কর্ণেল মাজার ফারওয়াতী নিহত হয়।

তুরস্কের ন্যাশনাল ডিফেন্স মন্ত্রনালয় টুইট বার্তায় জানায়, ২১০০ এর বেশী বাশার-সেনাকে হত্যা করা হয়েছে। তুরস্ক বাশারসৈন্য ও অনুসারী সন্ত্রাসীদের টার্গেট চালানো ভিডিও প্রকাশ করেছে।

ইরানের হাওযাহ নিউজের সূত্রে ডেইলি সাবাহ আরো জানায়, ইদলিবে পৃথকভাবে ইরানসমর্থিত ২১ সন্ত্রাসী নিহত হয়েছে।

-এ

The post তিন জেনারেলসহ ২১০০ সিরিয়ান সৈন্য নিহত ! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf/

No comments:

Post a Comment