Saturday, May 16, 2020

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক ঘর পুড়ে ছাই

ফাতেহ ডেস্ক কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড ঘটে।

এতে শতাধিক রোহিঙ্গার ঘর, মসজিদ ও এনজিও সংস্হার পরিচালনাধীন হাসপাতাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শনিবার দিবাগত রাত একটার দিকে উখিয়ার কুতুপালং -৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি- ২ ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের- ৫ এর ক্যাম্প ইনচার্জ মো. ওবায়দুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর মধ্যে শতাধিক ঘর, এনজিও পরিচালিত কিছু হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এমদাদুল হক।

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৫ দিন আগে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে তিন শতাধিক ঘর ও দোকান পুড়ে যায়।

-এটি

The post উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক ঘর পুড়ে ছাই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87/

No comments:

Post a Comment