ফাতেহ ডেস্ক
গত কয়েক দশক ধরে উইঘুরে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে বলে চীন সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই প্রক্ষিতে চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটি বিল পাস করা হয়েছে। নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর দিলেই এটি আইনে পরিণত হবে।
বৃহস্পতিবার সিনেটে সর্বসম্মত ভোটে চীনের বিরুদ্ধে দ্বিপক্ষীয় এই বিলটি পাস হয়। এরপরই সিনেট সদস্যরা চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছেন। এতে করে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার চলমান বৈরী সম্পর্ক আরো তীব্রতর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, করোনা নিয়ে চীনের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে তথ্য প্রকাশে অস্বচ্ছতার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করারও হুঁমকি দেন তিনি। এর মধ্যেই এই বিলটি পাশ করা হলো।
তবে উইঘুরে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতনের সকল অভিযোগ অস্বীকার করেছে চীন। এটিকে নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার দাবি করে তারা বলছে, অঞ্চলটিতে বিভিন্ন শিবির স্থাপন করে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। কিন্তু কী বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তা স্পষ্ট করেনি।
জাতিসংঘের তথ্যানুসারে, বর্তমানে চীনের শিনজিয়াং অঞ্চলে প্রায় ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। যদিও চীন বারবার তা অস্বীকার করেছে।
-এ
The post উইঘুর মুসলিম: চীনকে চাপ দিতে মার্কিন সিনেটে বিল পাস appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a6%e0%a6%bf/
No comments:
Post a Comment