Saturday, May 16, 2020

অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফাতেহ ডেস্ক ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১১নং কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মিয়ার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চালসহ সরকারি সহায়তার কার্ড বিতরণে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে ঝাড়ু মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী।

শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়নের পাড়াগ্রাম বাজারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী।

বিক্ষোভ শেষে চেয়ারম্যান পান্নু মিয়ার বিরুদ্ধে আনিত লিখিত অভিযোগ পড়ে শোনান এলাকাবাসী। লিখিত অভিযোগ অনুযায়ী, এলাকাবাসীর দাবি ও অভিযোগ খাদ্যবান্ধব কর্মসূচী ও ভিজিডির তালিকায় অনেকের নাম থাকলেও তা পায়নি ভুক্তভোগীরা। এছাড়া সরকারের বিভিন্ন সহায়তার কার্ড ও ভাতা প্রদানে দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ চেয়ারম্যান তার নিজ আত্মীয়দের মধ্যে স্বামী-স্ত্রী ও তার ছেলে, ছেলের স্ত্রীসহ একই পরিবারে কার্ড বিতরণ করে সরকারি বিধি ভঙ্গ করে সুস্থ ও অসহায় পরিবারদের বঞ্চিত করেছেন।

এর আগে একই অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হক পিলু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সুজন, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশারফ, কৈলাইল ইউপির ৬নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুল হালিম প্রমূখ।

এসময় একটি অভিযোগপত্র জেলা প্রশাসক বরাবর জমা দেওয়ার উদ্দেশ্যে এলাকাবাসীর কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মিয়া বলেন, অভিযোগ ভিত্তিহীন। সরকারি নিয়ম অনুযায়ী সব বিতরণ করা হয়েছে। আমাকে হেয় করতে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

-এ

The post অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f/

No comments:

Post a Comment