Sunday, May 17, 2020

দায়িত্ব নিয়েই ২ শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

ফাতেহ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করার পরদিনই শীর্ষস্থানীয় দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন। দায়িত্বগ্রহণের পর অফিসের প্রথম দিন প্রথম বৈঠকের পর এমন ব্যবস্থা নিলেন তিনি।

চাকরিচ্যুত শীর্ষ দুই কর্মকর্তা হলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান। অনিয়মের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

গতকাল শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। ওই সময় তিনি বলেন, ডিএসসিসিকে শতভাগ দুর্নীতিমুক্ত করা হবে।

পরদিন, রোববার সকালে করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় তাপস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা দায়িত্ব অবহেলা বরদাস্ত করা হবে না।’ এমন হুঁশিয়ারির পর বিকেলেই ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক করপোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে। এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব।

আওয়ামী লীগের মনোনয়নে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে বিজয়ী হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর তিনি ডিএসসিসির দ্বিতীয় নির্বাচিত মেয়র। নির্বাচিত হওয়ার পর তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান।

তবে পূর্ববর্তী মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় মেয়র তাপসকে সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

-এ

The post দায়িত্ব নিয়েই ২ শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%87-%e0%a7%a8-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/

No comments:

Post a Comment