ফাতেহ ডেস্ক
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সদস্যদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত একজন অফিস স্টাফসহ জেলায় পুলিশের ৯৯ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি দেশ রূপান্তরকে জানান, এখন পর্যন্ত জেলার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এছাড়া চিকিৎসাধীন ২৭ জন সুস্থতার পথে বলে মনে করা হচ্ছে। বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর একবার করে পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) ৬ জন ও ইমপালস হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন। বাকিরা জেলা পুলিশ লাইনস ও বাড়িতে বিশেষ ব্যবস্থায় আইসোলেশনে রয়েছেন।
-এ
The post নারায়ণগঞ্জে ৯৯ পুলিশ করোনায় আক্রান্ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%af%e0%a7%af-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b/
No comments:
Post a Comment