Tuesday, November 24, 2020

ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি মেনে নিন: চরমোনাই পীর

ফাতেহ ডেস্ক:

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইবতেদায়ী শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব বলেন, তিন যুগ ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা কেউ বিনা বেতন আবার কেউ সামান্য বেতনে শিক্ষাসেবা অব্যাহত রেখেছে। বারবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু অসহায় শিক্ষকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। আজ শিক্ষকরা রাজপথে নেমে এসেছে। শিক্ষকদের এই যৌক্তিক দাবী অবশ্যই মেনে নিতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শিক্ষকরা বাধ্যহয়েই রাজপথে নেমে এসেছে। তাদের ন্যায্য দাবী মেনে নিয়ে শিক্ষকদের স্বসম্মানে ঘরে ফিরতে সাহায্য করুন।

The post ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি মেনে নিন: চরমোনাই পীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6/

No comments:

Post a Comment