ফাতেহ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে যাদের হিংসা হয়, তারাই সমালোচনার নামে সংঘাত সৃষ্টি করে অগ্রযাত্রায় বাধা তৈরি করতে চায়। বাঙ্গালীকে ভিক্ষুকের জাতি হিসেবে রাখার ষড়যন্ত্র এখনো দেশে-বিদেশে অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আজ সোমবার (০২ নভেম্বর) সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা সমালোচনার নামে ষড়যন্ত্র করে তাদের প্রতিরোধ করতে গেলে অভিযোগ আসে বাকস্বাধীনতা হরণের। তবে দেশী-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করেই বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, ‘দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে; এটা একটা গোষ্ঠীর পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে, অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। আর তারা উস্কানীমূলক বক্তব্য দিতে শুরু করেছে’।
The post দেশের উন্নয়নে যারা হিংসা করে, তারাই সংঘাত সৃষ্টি করে: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be/
No comments:
Post a Comment