ফাতেহ ডেস্ক:
পাকিস্তানে ধর্ষণকারী ও যৌন অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে একটি অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন দেশটির আইন ও বিচারমন্ত্রী ড. ফারুগ নাসিম। তিনি বলেছেন, যেহেতু সংসদ অধিবেশন ছিল না, তাই ধর্ষণকারীদের বিরুদ্ধে আইন আরও কঠোর করার জন্য একটি অধ্যাদেশ জারি করা হবে।
আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিচারমন্ত্রীকে উদ্ধৃত করে আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এই দণ্ডে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, নপুংসককরণ, ১০ থেকে ২৫ বছর কারাদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। একই ধরনের আইন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও কার্যকর রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
আইনমন্ত্রী নাসিম বলেন, জাতীয় ডাটাবেস ও নিবন্ধকরণ কর্তৃপক্ষ (নাদ্রা) দ্বারা যৌন অপরাধীদের নাম নিবন্ধন করা হবে যাতে কোন অপরাধ সংগঠিত হলে দোষীদের সহজেই গ্রেপ্তার করা যায়।
The post পাকিস্তানে ধর্ষণবিরোধী আইনে কঠোর শাস্তির বিধান আসছে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86/
No comments:
Post a Comment