Sunday, November 1, 2020

হিলিতে হিন্দুদের ধর্মীয় স্থান অধিগ্রহণের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

ফাতেহ ডেস্ক:

দিনাজপুরের ঘোড়াঘাটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব গঙ্গাস্নান, ঐতিহাসিক ঋষি ঘাট বারুলী মেলার স্থান ও শ্মশান ঘাট এলাকার জমি সরকারিভাবে অধিগ্রহণের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।

আজ রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এই মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে স্থানীয় ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান রাফে খন্দকার সাহানসা’র আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়।

হিন্দু সম্প্রদায়ের লোকজনের অভিযোগ, তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের স্থানটিকে সরকার অধিগ্রহণ করে সেখানে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প স্থাপন করতে যাচ্ছে। তারা অনতিবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে এসে অন্য কোনও স্থানে আশ্রয়ণ প্রকল্প স্থাপনের জোর দাবি জানান।

এ সময় হিন্দু ট্রাস্ট্রের ঘোড়াঘাট সভাপতি মনোরঞ্জন মহন্ত, ঋষি ঘাট মেলার সভাপতি প্রকাশ চন্দ্র সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক সরকার, রিপন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

The post হিলিতে হিন্দুদের ধর্মীয় স্থান অধিগ্রহণের প্রতিবাদে অবস্থান ধর্মঘট appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a7%9f/

No comments:

Post a Comment