Monday, November 2, 2020

ইজরাইলের কাছে এফ-২২ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিলেন ট্রাম্প

আন্তর্জতিক ডেস্ক:

ইজরাইলের কাছে এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইজরাইলকে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে গড়ে তোলার যে নীতি আমেরিকা দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে তার আওতায় ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের কাছে এফ-২২ বিমান বিক্রির অনুমতি দিলেন। খবর পার্সটুডে।

লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আম-শারকুল আওসাত পত্রিকা তেল আবিবের কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলেছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইজরাইল সফর করেন এবং সে সময় তিনি ইজরাইলি কর্মকর্তাদের জানান যে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের কাছে ‌এফ-২২ বিমান ও গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন।

ইজরাইলের দৈনিক হারেৎস পত্রিকা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা এফ-৩৫ বিমান বিক্রির সিদ্ধান্ত নেয়ার পর তেল আবিব মার্কিন কর্মকর্তাদের কাছে এফ-২২ বিমান সরবরাহ করার কথা বলেছেন।

The post ইজরাইলের কাছে এফ-২২ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিলেন ট্রাম্প appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ab-%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/

No comments:

Post a Comment