Monday, November 2, 2020

মহামারিতেও ফিলিস্তিনিদের রেকর্ড বাড়িঘর ধ্বংস করে ইসরায়েল

ফাতেহ ডেস্ক:

বিশ্বব্যাপী চলমান মরণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যেও চলতি বছর ফিলিস্তিনিদের রেকর্ড সংখ্যক বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ফিলিস্তিনিরা।

দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বিস্তার বিরোধী বেসরকারি সংস্থা (এনজিও) আরআই আমিম তাদের এক রিপোর্টে এ কথা জানিয়েছে।

সংস্থাটি বলেছে, পূর্ব জেরুজালেমের আল-কুদস শহরে গত বছর ইসরায়েলি বাহিনী যে পরিমাণ বাড়িঘর ধ্বংস করেছিল, চলতি ২০২০ সালে করোনার মহামারির মধ্যেও তার চেয়ে বেশি বাড়িঘর ধ্বংস করা হয়েছে। আর ইসরায়েলের এই বর্বরতার শিকার হয়ে অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছেন ফিলিস্তিনিরা।

আরআই আমিম-এর বরাত দিয়ে পার্সটুডে বলছে, দখলদার ইসরায়েল চলতি বছর অন্তত ১২৫টি ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস করেছে। আগের বছর ধ্বংস করা হয়েছিল ১০৪টি বাড়িঘর। আর তার আগের বছর (২০১৮ সাল) এ সংখ্যা ছিল ৭২টি।

সংস্থাটি আরো জানিয়েছে, দখলদার ইসরায়েলের বর্বর বাহিনী চলতি সপ্তাহেই পূর্ব জেরুজালেম শহরে বেশ কিছু ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এ নিয়ে চলতি বছর কমপক্ষে ১২৫টি ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের আরো দুই মাস এখনো বাকি আছে। তার মানে চলতি বছর হতে যাচ্ছে ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসের আরেকটি সবচেয়ে খারাপ বছর। এর আগে ২০১৬ সালে সবচেয়ে বেশি ১২৩টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল দখলদার বাহিনী।

The post মহামারিতেও ফিলিস্তিনিদের রেকর্ড বাড়িঘর ধ্বংস করে ইসরায়েল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87/

No comments:

Post a Comment