Monday, November 2, 2020

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন

ফাতেহ ডেস্ক:

মন্ত্রিসভা ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারি ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় প্রান্ত থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাধারণ ছুটি ১৪ দিন, এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন পড়েছে ছয়দিন। আর নির্বাহী আদেশে সরকারি ছুটি আটদিন। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। সব মিলিয়ে মোট ২২ দিন ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

এর বাইরে, মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক পাঁচদিন, হিন্দু ধর্মাবলম্বীদের আট দিন, খ্রিস্টানদের জন্য আট দিন এবং বৌদ্ধদের জন্য পাঁচ দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য এলাকার ক্ষুদ নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

The post ২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%a6/

No comments:

Post a Comment