Sunday, November 1, 2020

ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানালেন আল্লামা বাবুনগরী

ফাতেহ ডেস্ক:

মহানবী সা. কে নিয়ে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করায় ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। সাথে সাথে ওয়াইসিকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) বায়তুল মোকাররম থেকে হেফাজতের ইসলামের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনানারা আপনাদের দোকান থেকে ফ্রান্সের পণ্য ফেলে দিবেন, এটা আপনাদের ইমানের দায়িত্ব। পাশাপাশি যারা রাসূলের শানে বেয়াদরি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন হেফাজতের এই মহাসচিব।

রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় তৌহিদি জনতার অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচী। আজ সোমবার বেলা ১১টার আগ থেকেই হাজারো তৌহিদি জনতা জড়ো হতে থাকে বায়তুল মোকাররম চত্বরে। ঢাকার রাজপথে নামে গণজোয়ার।

The post ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানালেন আল্লামা বাবুনগরী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%9f%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95/

No comments:

Post a Comment