Tuesday, November 3, 2020

অক্টোবরেই ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

ফাতেহ ডেস্ক:

পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে দেশে অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৪৪ জন গণধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এরমধ্যে ১০১ জন শিশু ধর্ষণের শিকার এবং ২৫ জন শিশু গণধর্ষণের শিকার হয়েছে।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসের এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৩ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন তার মধ্যে শিশু ৩ জন। ১২ জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু ১ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন এবং অগ্নিদগ্ধের কারণে ১ জন নারীর মৃত্যু হয়েছে। উত্ত্যক্তের শিকার হয়েছে ১০ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১২ জন তন্মধ্যে শিশু ৮ জন। পাচারের শিকার হয়েছে ৪ জন তন্মধ্যে শিশু পাচার করা হয়েছে ১ জন এবং পতিতালয়ে ৩ জনকে বিক্রি করা হয়েছে।

এছাড়াও, বিভিন্ন কারণে ১১ জন শিশুসহ ৪৪ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৬ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৮ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৫ জন শিশুসহ ২১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৫ জন শিশুসহ আত্মহত্যা করেছে ৬ জন এবং ৮ জন শিশুসহ ৪৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৬টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ৪ জন শিশুসহ ৮ জন।

The post অক্টোবরেই ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a7%aa%e0%a7%a9%e0%a7%ac-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%a8/

No comments:

Post a Comment