আন্তর্জতিক ডেস্ক:
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন বৈঠকের কথা অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ এক টুইটে বলেছেন, ‘এমন কোনো বৈঠক হয়নি।’ এদিকে তেল আবিব থেকে নিওম সফরের বিষয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নেতানিয়াহু। খবর বিবিসি।
এদিকে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপন বৈঠকের বিষয়ে এক সৌদি শীর্ষ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, তাঁরা বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। এর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয় ও ইরান ইস্যু ছিল। কিন্তু তাঁরা কোনো ধরনের চুক্তি করেননি।
এরপরই সৌদি পররাষ্ট্রমন্ত্রী টুইট করে ইসরায়েলের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি—বৈঠকটি শুধু মাইক পম্পেও ও মোহাম্মদ বিন সালমানের মধ্যেই হয়েছে। সেখানে ইসরায়েলের কেউ ছিলেন না। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন, ‘বৈঠকটি শুধু আমেরিকা ও সৌদির মধ্যে হয়েছে।’
এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ছবি টুইট করে লেখেন, মোহাম্মদের সঙ্গে তাঁর গঠনমূলক আলোচনা হয়েছে।
এর আগে বার্তা সংস্থা এএফপির খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। বলা হয়, স্থানীয় সময় গতকাল রোববার সৌদির আলোচিত শহর নিওম সিটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
The post নেতানিয়াহুর গোপন বৈঠকের কথা অস্বীকার করেছে সৌদি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment