ফাতেহ ডেস্ক:
সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ফয়সাল মিকদাদকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০০৬ সাল থেকে তিনি দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফয়সাল মিকদাদকে নিয়োগ দিয়েছেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়ালেমের স্থলাভিষিক্ত হবেন।
গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৯ বছর বয়সী ওয়ালিদ মোয়ালেম মারা যান। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বাশার সরকারের পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
উপ-পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন ফয়সাল মিকদাদ। তিনি জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূতও ছিলেনI
এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বর্তমানে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত বাশার আল জাফারিকে উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
The post সিরিয়ার নুতন পররাষ্ট্রমন্ত্রী মিকদাদ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%81%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8/
No comments:
Post a Comment