Tuesday, November 24, 2020

এমপি হিসেবে শপথ নিলেন হাবিব হাসান

ফাতেহ ডেস্ক:

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এসময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ১২ নভেম্বর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে হারিয়ে মোহাম্মদ হাবিব হাসান সংসদ সদস্য নির্বাচিত হন। নৌকা প্রতীক নিয়ে তিনি ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে জয়লাভ করেন।

The post এমপি হিসেবে শপথ নিলেন হাবিব হাসান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac/

No comments:

Post a Comment