Tuesday, November 3, 2020

অর্থনৈতিক বিষয়গুলোর সাথে ধর্মকে না মেশানোর আহ্বান পররাষ্ট্র সচিবের

ফাতেহ ডেস্ক:

মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সাথে ব্যবহারের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেইসাথে অর্থনৈতিক বিষয়গুলোর সাথে ধর্মীয় বিষয়গুলোকে মিশ্রিত করার পরিবর্তে সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতি রিপোর্টারদের সংগঠন ডিক্যাব সদ্যস্যদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ধর্মের নামে কোনো ধরনের সহিংতাকে কোনোভাবেই সমর্থন করে না।

সম্প্রতি ফ্রান্সের নিস শহরের একটি গীর্জায় ছুড়ি হামলায় তিনজন নিহত হয়। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যাকে ‘ইসলামিস্ট টেরোরিস্ট অ্যাটাক’ বলে অভিহিত করেছেন।

ফ্রান্সের ওই ঘটনায় বাংলাদেশও নিরীহ মানুষের ওপর আক্রমণের পর হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বাংলাদেশ পারস্পরিক সম্প্রীতিতে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সকলকে শান্ত ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান।

The post অর্থনৈতিক বিষয়গুলোর সাথে ধর্মকে না মেশানোর আহ্বান পররাষ্ট্র সচিবের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87/

No comments:

Post a Comment