Tuesday, November 24, 2020

দুই কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়

ফাতেহ ডেস্ক:

রংপুরে একটি ধর্ষণ মামলার চার্জ গঠনের পর মাত্র দুই কার্যদিবসে রায় সম্পন্ন করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে, নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোস্তফা পাভেল রায়হান এই রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া আসামি মোস্তাফিজার রহমানকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাকজিয়া হাসান জানান, সাক্ষি দুর্বল হওয়ায় অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। তবে অল্প সময়ে রায় হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন।

এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, এই রায়ে যেমন ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, একই সঙ্গে মাত্র দুইদিনে একটি ধর্ষণ মামলার বিচার কাজ শেষ হওয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আদালত।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারী কাউনিয়া উপজেলার রত্না বেগম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে পিবিআই ২৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দিলে ২ সেপ্টেম্বর মামলার চার্জ গঠন করে আদালত। ২৩ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে আজ ২৪ নভেম্বর মামলাটির রায় দেন বিচারক।

The post দুই কার্যদিবসেই ধর্ষণ মামলার রায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%be/

No comments:

Post a Comment