Wednesday, June 2, 2021

নেতানিয়াহুর ১২ বছর শাসনের অবসান ঘটছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলে জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। এর মধ্য দিয়ে ইজরাইলে অবসান হতে চলেছে নেতানিয়াহুর ১২ বছরের শাসন।

বুধবার ইজরাইলের প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে আট দলের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। চুক্তি অনুযায়ী এই জোটের নেতৃত্বে থাকবে ডানপন্থী ইয়ামিনা পার্টি। সরকার গঠনের পর এই দলের প্রধান নাফতালি বেনেট প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর তিনি ইয়ার লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

তবে নতুন এই সরকারের শপথ নেওয়ার আগে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। জোটটি যদি ১২০ আসনের পার্লামেন্টের ( নেসেট) সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে নতুন করে নির্বাচন হবে দেশটিতে। এটা হলে গত দুই বছরে পঞ্চমবারের মতো নির্বাচন হবে ইজরাইলে।

সূত্র: বিবিসি

The post নেতানিয়াহুর ১২ বছর শাসনের অবসান ঘটছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87/

No comments:

Post a Comment