Saturday, December 10, 2022

‘এক বছরের মধ্যে ইসরাইল-সৌদি সম্পর্ক স্থাপিত হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক:

এক বছরের মধ্যেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। এমন ভবিষ্যতবাণীই করলেন জাতিসংঘে ইসরাইলের সাবেক দূত ড্যানি ড্যানন। বৃহস্পতিবার তিনি রোমে অনুষ্ঠিত হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস গ্লোবাল লিডারশীপ সামিট’-এ যোগ দিয়ে এ কথা বলেন। ৩০ দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এই চুক্তির প্রধান কারিগর ছিলেন। এই চুক্তি অনুযায়ী, ২০২০ সালে ইসরাইল চার আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে এরপর নতুন কোনো দেশ আর এই চুক্তিতে প্রবেশ করেনি।

ড্যানন দাবি করেছেন, নেতানিয়াহু যেহেতু আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এখন আব্রাহাম চুক্তি আবারও গতিশীল হবে। তার প্রথম সফরই হবে আবু ধাবিতে। এরপর সৌদি আরবও এতে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ড্যানন নিজেও নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য।

তিনি বলেন, এই আব্রাহাম অ্যাকর্ড একদিনে আসেনি। সবথেকে কঠিন অংশটি ছিল এই চুক্তিকে মানুষের সামনে নিয়ে আসা। আমরা বহু বছর ধরেই সৌদিদের সঙ্গে যোগাযোগ রাখছি। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে জাতিসংঘে সৌদি আরবের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি। এখন তাদের এই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেয়া শুধু সময়ের বিষয়।

এ সপ্তাহে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এই দেশ দুটি আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরকারী দেশ। ইসরাইল এখন মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলোর সঙ্গেও সম্পর্ক স্থাপনে আগ্রহী।

The post ‘এক বছরের মধ্যে ইসরাইল-সৌদি সম্পর্ক স্থাপিত হতে পারে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8c/

No comments:

Post a Comment