Sunday, December 4, 2022

আলেমদের কর্মদক্ষতা বৃদ্ধি: আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

রাকিবুল হাসান নাঈম:

ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাকাউন্টিং ও অফিস ম্যানেজমেন্ট কোর্স শুরু হয়েছে। আলেমরা যেন গতিশীল সমাজের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেন, তাই বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে তারা। এই কোর্সে অংশ নিয়েছেন কওমি মাদরাসা থেকে তাকমিল অথবা আলিয়া মাদরাসা থেকে ফাজিল-কামিল সম্পন্ন করা ৪০ জন আলেম। ১১ নভেম্বর শুরু হওয়া এ কোর্সের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছেন, এই কোর্সে কম্পিউটারের বেসিক ধারণা, প্রয়োজনীয় ইংরেজি ভাষা শিক্ষা, অ্যাকাউন্টিং, অফিস ম্যানেজমেন্ট বা অ্যাডমিনের কার্যাবলি শিক্ষা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকেই কোনো কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিংয়ের দায়িত্বে নিয়োজিত আছেন।

কর্মদক্ষতা বৃদ্ধির জন্য আলেমদের বেছে নেয়ার কারণ প্রসঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, মাদরাসার ছাত্রদের সততার কারণে অনেক প্রতিষ্ঠান তাদের পারচেজ ও আ্যাকাউন্টিং এর জন্য বিশেষ করে মাদরাসা ব্যাকগ্রাউন্ডের লোক খোঁজ করেন। কিন্তু অনেক সময় সৎ মানুষের দক্ষতার অভাব থাকার কারণে সেটি সম্ভব হয়ে ওঠে না। সেজন্য আমরা স্বপ্ন দেখছি, ইমাম কাম আ্যাকাউন্ট অফিসার ইত্যাদির। একজন আলেম ইমামতি করবেন আল্লাহর জন্য। একই অফিসে হয়তো তিনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করবেন পেশাগত কাজ হিসেবে। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে আমাদের কাছে প্রশিক্ষিত লোকের ডিমান্ড পেশ করেছে। তাই এই খাতে কাজ করার জন্য ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের কর্ম-দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এমন কোর্সের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, আলেমরা মাদরাসা-মসজিদ ছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন। আর আলেমদের মসজিদ-মাদরাসায় সীমাবদ্ধ থাকতে হবে, এমনটাও আমরা মনে করি না; বরং সমাজের বিভিন্ন স্তরে আলেমদের পৌঁছে যাওয়া জরুরি।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ইনস্টিটিউটের জন্য স্থাপন করা হয়েছে একটি কম্পিউটার ল্যাব। এ ছাড়া রয়েছে ৮০ আসনের ধারণ ক্ষতাসম্পন্ন আধুনিক সুবিধাসংবলিত অডিটরিয়াম কাম ক্লাসরুম। এই ইনস্টিটিউটের আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে। যেমন ড্রাইভিং প্রশিক্ষণ, মেয়েদের জন্য সেলাই ও ব্লক-বাটিক ইত্যাদি। আমরা আশা করি, সবার আন্তরিক সহযোগিতায় এই বিশাল পরিকল্পনা তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

চলমান অ্যাকাউন্টিং ও অফিস ম্যানেজমেন্ট কোর্স করছেন মোহাম্মদ সালমান। কোর্স প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘অভাবনীয় উন্নতি হচ্ছে আমাদের। ফজরের পর আমরা ল্যাবে ঢুকি। রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্র্যাকটিস করে। অ্যাকাউন্টিং ক্লাস হয়, অফিস ম্যানেজমেন্ট ক্লাস হয়, ইংরেজির ক্লাস হয়। শেখানো হয় একটি কোম্পানিতে এইচআর হিসেবে কাজ করতে হলে কী কী দক্ষতা লাগে। একঘণ্টা ক্লাস হলে প্র্যাকটিস হয় পাঁচঘণ্টা। সর্বক্ষণ শিক্ষকরা সঙ্গে থাকছেন। দেখিয়ে দিচ্ছেন সবকিছু হাতে ধরে। পাশাপাশি একটা গবেষণা টিম আছে কোর্সকেন্দ্রীক। তাদের কাজ হলো, কোর্সের শিক্ষার্থীদের নিয়ে চিন্তাভাবনা করা। তারা কেমন পড়ছে, কোন কোম্পানিতে কার কেমন সুযোগ হতে পারে, কোন পদের জন্য কী কী যোগ্যতা দরকার ইত্যাদি নিয়ে গবেষণা টিম গবেষণা করে।’

এই শিক্ষার্থী আরও বলেন, ‘এভাবে টানা তিনমাস যদি আমরা এই কোর্সে কাটাই, আমাদের শতভাগ আত্মবিশ্বাস—আমরা পূর্ণ দক্ষ হয়েই বের হব ইনশাআল্লাহ। আমরা স্কিলড হচ্ছি। আমাদের স্কিল কথা বলবে।’

কোর্সের পরিস্থিতি জানতে চাইলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পাবলিক রিলেশন কর্মকর্তা সাব্বির জাদিদ ফাতেহকে বলেন, শিক্ষার্থীরা কোর্সটি উপভোগ করছেন। প্রতিনিয়ত তারা শিখছেন। তাদের আগ্রহও বেশ প্রবল। রাতের ঘুমের সময়টুকু ছাড়া পুরো সময় এটার পেছনেই খরচ করছে। আমরা আশাবাদী, কোর্সটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগের দায়িত্ব গ্রহণ করতে পারবে, অ্যাডমিন হিসেবে নিয়োজিত হতে পারবে, নিজে প্রতিষ্ঠান করলে তা যথাযথভাবে পরিচালনা করতে পারবে। এ ছাড়া যেকোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সেকশনে নিয়োগলাভের সুযোগ পাবে।’

The post আলেমদের কর্মদক্ষতা বৃদ্ধি: আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/

No comments:

Post a Comment