Saturday, December 3, 2022

রুবিনার হত্যাকারী সেই ঢাবি শিক্ষক নিয়মিত মাদক সেবন করতেন

ফাতেহ ডেস্ক:

রাজধানীর শাহবাগে গাড়ির বাম্পারে আটকে যাওয়া নারীকে টেনে নেওয়া প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ। রুবিনা আক্তার নামের ওই নারীর আর্তচিৎকার আর আশপাশের মানুষের চিৎকার-চেঁচামেচিতেও গাড়ি থামাননি নৈতিক স্খলনের দায়ে বহিষ্কার হওয়া ঢাবির সেই শিক্ষক। উল্টো গাড়ির গতি বাড়িয়ে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যান রুবিনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে গাড়িটি থামায়। ততক্ষণে আজহার জাফর শাহের নৃশংসতায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রুবিনা আক্তার।

শুক্রবার বিকেলের এই ঘটনা মানুষের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে জনমনে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন আজহার জাফর শাহ। ২০০৭ সালে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ দেয় কর্তৃপক্ষের কাছে। বিভিন্ন সময় পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগও উঠে তার বিরুদ্ধে। এমনকি ব্যক্তিগত ক্ষোভের জেরে একসঙ্গে ৮০ শিক্ষার্থীকে ‘শূন্য’ দেওয়া ছাড়াও বিভিন্ন ধরনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নিয়মিত তিনি মাদক সেবন করতেন বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত কমিটি করা হয় এবং আজহার জাফর শাহকে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু তিনি আত্মপক্ষ সমর্থন করেননি, নোটিশেরও জবাব দেননি। তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলেও শর্ত পূরণ করতে না পারায় পুনরায় সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়। দশ বছর পর ২০১৭ সালের ২৭ এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজহার জাফর শাহকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

শুক্রবার বিকেলে ঢাবির চারুকলা অনুষদ-সংলগ্ন সড়কে আজহার জাফর শাহের প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যান রুবিনা আক্তার এবং সেই গাড়ির বাম্পারে আটকে যান। এরপর এভাবেই রুবিনা আক্তারকে এক কিলোমিটার টেনে নিয়ে যান শিক্ষক আজহার জাফর শাহ। এই ঘটনার পর রাতেই আন্দোলনে নামে ঢাবির শিক্ষার্থীরা।

The post রুবিনার হত্যাকারী সেই ঢাবি শিক্ষক নিয়মিত মাদক সেবন করতেন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a2%e0%a6%be/

No comments:

Post a Comment