আন্তর্জাতিক ডেস্ক:
বাশারকে দেয়া আল্টিমেটাম শেষে তুরস্ক আজ ইদলিবে তাদের অভিযানকে ’অপাশেন স্প্রিং শেল্ড’ বলে উল্লেখ্য করে। খবর, ডেইলি সাবাহ ও তুর্ক প্রেস
তুর্কি ডিফেন্স মিনিস্টার খুলুসী আকার আজ ১ মার্চ বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারী আমাদের সেনাদের ওপর আগ্রাসনের পরে শুরু হওয়া ‘অপারেশন স্প্রিং শেল্ড’ সফলভাবে অব্যাহত রয়েছে।’
আকার আরো বলেন, ‘রাশিয়ার সাথে সংঘর্ষের কোন ইচ্ছে আমাদের নেই। আমাদের লক্ষ্য হলো রিজিমের গণহত্যারোধ, চরমপন্থার রাশ টেনে ধরা।’
মন্ত্রী জানান, সোচি চুক্তি অনুসারে বাশারের সেনাদের প্রত্যাহারে রাশিয়ার প্রভাব বিস্তারের জন্য অপেক্ষা করছে তুরস্ক। আমাদের সকল হামলা ইদলিবে তুর্কি বাহিনীর ওপর হামলার বৈধ জবাবের অংশ হিসেবেই দেয়া হচ্ছে।
মন্ত্রনালয় সর্বশেষ জানায়, ২৭ তারিখ শুরু হওয়া অপারেশনে এ পর্যন্ত আসাদ ও তার মিত্র বাহিনীর ২২১১ জন নিহত, একটি ড্রোন ও ৮ টি হেলিকেপ্টার ভূপাতিত এবং ১০৩ টি ট্যাংক, ১০ টি হাউটজার এবং ৩ টি বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা ধংস করা হয়েছে।
The post আল্টিমেটাম শেষ: ‘অপারেশ স্প্রিং শেল্ড’ এর আনুষ্ঠানিক ঘোষণা দিল তুরস্ক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8/
No comments:
Post a Comment