আন্তর্জাতিক ডেস্ক
তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহিংসতা বন্ধের ঐকমত্যে পৌঁছার পরে ট্রাম্প বলেন, আমাদের জনগণকে ঘরে ফিরিয়ে আনার এটাই সময়। কারণ, আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে তালিবানের সাথে চুক্তি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সম্পাদিত চুক্তির অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও তালেবানের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা ১৪ মাসের মধ্যে সকল সৈন্য ফিরিয়ে নিবে এবং তালিবান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি এমন কাউকে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দিবে না এমন মৌলিক শর্তের ওপর চুক্তিটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০০১ সালে টুইন টাওয়ারে আত্মঘাতী হামলার পর বিন লাদেনকে ধরার জন্য আফগানিস্তানে ঝাপিড়ে পড়ে যুক্তরাষ্ট্র। প্রায় ১৯ বছর ধরে আফগানিস্তানে চলমান সহিংসতায় প্রায় আড়াই হাজার মার্কিন সেনা নিহত হন। এখনো আফগানিস্তানে প্রায় ১২ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে।
-এ
The post আমাদের জনগণকে ঘরে ফিরিয়ে আনার এটাই সময়: ট্রাম্প appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a3%e0%a6%95%e0%a7%87-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/
No comments:
Post a Comment