Monday, November 2, 2020

পৌরসভার ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে: সিইসি

ফাতেহ ডেস্ক:

জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব পৌরসভার মেয়াদ শেষ হবে সেখানে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পৌরসভার নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

আজ সোমবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সন্ধ্যায় নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. আশাদুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনার কারণে কোনো নির্বাচন আটকে থাকবে না। মেয়াদ শেষ হওয়া পৌরসভার ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে। বেশির ভাগ পৌরসভার মেয়াদ যেহেতু শেষ হয়ে যাবে তাই আগামী মে মাসের মধ্যে সেসব নির্বাচনও সম্পন্ন হবে। এ ছাড়া এ সময় স্থানীয় সরকার পরিষদের অন্য নির্বাচনও অনুষ্ঠিত হবে।’

সভা শেষে সিইসি বলেন, ‘আজ আমরা লম্বা মিটিং করেছি। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো পরিচালনা করা, শিডিউল তৈরি এবং রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে যেগুলো করণীয়, সেগুলো ঠিক করেছি। জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, সেগুলো হয়তো আমরা করে ফেলব, হয়তো ডিসেম্বরের শেষ দিকে। সেরকম প্রস্তুতি আমাদের আছে।’

নূরুল হুদা বলেন, ‘আমরা আশা করি, পৌরসভার সাধারণ নির্বাচন মে মাসের মধ্যে সম্পন্ন করা যাবে। এগুলো ধাপে ধাপে করা হবে। আমাদের অনুমান, পাঁচটি ধাপে নির্বাচন শেষ করতে পারব। এখনো আমরা ঠিক করিনি কয় ধাপে নির্বাচন করা হবে।’

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ‘পৌরসভার নির্বাচন ইভিএমে হবে। উপজেলা ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচন বা সাধারণ নির্বাচন সবই ইভিএমে করা যাবে না। হয়তো কিছুসংখ্যক করা যেতে পারে, এনআইডির ডিজি পৌরসভার নির্বাচনগুলো ঠিক করার পরে যদি মনে করেন, তাঁর ক্যাপাসিটি আছে; তবে হয়তো কিছু নির্বাচন ইভিএমে করবে।’

‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পৌরসভা, জেলা ও ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচন ডিউ হবে, সেগুলো করা হবে। এ সময়ের পৌরসভা খালি হবে ২০টির ওপর। এ ছাড়া অনেক হবে উপনির্বাচন‘, যোগ করেন সিইসি।

The post পৌরসভার ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে: সিইসি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6/

No comments:

Post a Comment